ক্রিকেট

টাইগারদের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন চামিন্দা ভাস!

তৌহিদুল ইসলাম

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ ০৮:৪৬:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার চামিন্দা ভাস। এরইমধ্যে এগিয়েছে আলোচনাও। বিষয়টি আরো স্পষ্ট হয়েছে আজই।

ওটিস গিবসনের মেয়াদ শেষে ফাঁকাই রয়েছে টাইগারদের বোলিং কোচের জায়গা। শুণ্যস্থান পুরণে বিসিবির টার্গেট উপমহাদেশ। আগ্রহের কেন্দ্রবিন্দুতে লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস। আছে শন টেইটের নামও। 

তবে মঙ্গলবার ক্রিকেট অপারেশন্স প্রধান একাধিক নাম বললেও জানা গেছে ভাসই প্রথম পছন্দ বিসিবির।

চামিন্দা ভাস খেলা থেকে অবসর নেয়ার পর কোচ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৪৭ বছর বয়সী সাবেক এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ উইকেটের মালিক, ২০১২ সালে ছিলেন নিউজিল্যান্ড দলের খন্ডকালীন বোলিং কোচ। এরপর তিন দফায় লঙ্কান বোর্ডের সঙ্গে কাজ করলেও, আর্থিক ইস্যুতে গেল বছর সরে দাঁড়ান ভাস। 

এরইমধ্যে টাইগার পেসারদের দায়িত্ব নিতে চামিন্দা ভাসকে প্রস্তাব দিয়েছে বিসিবি। এগিয়েছে আলোচনাও। কিছুটা অনিশ্চিয়তার ছায়া হয়ে ছিলো লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে, দেশটির গণমাধ্যমের খবর, ভাসের আপত্তির কারণেই লাসিথ মালিঙ্গাকে পেস বোলিং পরামর্শক করতে যাচ্ছে শ্রীলঙ্কা। 

২-২ এ কি তবে মিলছে চার? সবই ইঙ্গিত দিচ্ছে বোলিং কোচ হিসেবে ভাসের নাম।

আরও পড়ুন