ক্রিকেট

টাইগারদের বোলিং কোচ হতে আগ্রহী শন টেইট

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ ০৫:২৬:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাইগারদের বোলিং কোচ হতে আগ্রহী বিশ্বকাপজয়ী সাবেক অজি ফাস্ট বোলার শন টেইট।

ক্রিকেটে যখন টেইটের আবির্ভাব, তখনই অনেক শোরগোল হয়েছিল। শোয়েব আখতারের রেকর্ড ভাঙবে বলে চারদিক জুড়ে আলোচনায় ছিলেন অজি তারকা। স্বল্প ক্যারিয়ারে টেইট শোয়েবের রেকর্ড ভাঙতে না পারলেও দ্বিতীয় সর্বোচ্চ গতির বোলার হয়ে স্থান করে নিয়েছেন ক্রিকেট বিশ্বে। 

একের পর এক ইনজুরিতে পড়ায় মোটে ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেইট। ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে এসে আফগানিস্তান দলের দায়িত্ব নেন টেইট। তার হাত ধরে আফগানদের পেস আক্রমণ উন্নতি করেছে। এবার গিবসনের উত্তরসূরী হিসেবে টাইগারদের দায়িত্ব নিতে আগ্রহী সাবেক অজি পেসার। 

অস্ট্রেলিয়া দলের সাবেক পেসার শন টেইট বলেন, অনেক দিন ধরে বাংলাদেশ দল ভালো খেলছে। এরকম একটি দলের কোচ হতে পারাটা অনেক বড় সুযোগ আমার জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করবো।

সবশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেস আক্রমণে প্রশংসায় মেতেছে ক্রিকেট বিশ্ব। টেইটও টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ। আশা দেখছেন টাইগারদের হাল ধরতে। 

শন টেইট বলেন, ৭/৮ বছর আগে ভারতও পেস অ্যাটাক নিয়ে হিমশিম খেতো। তারা এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশের মধ্যেও তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিউজিল্যান্ড সফরে তাদের পেসাররা দারুণ বোলিং করেছে।

টাইগারদের বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় টেইট ছাড়াও আছেন সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাস।  আফগানিস্তান সিরিজের আগেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।

আরও পড়ুন