আন্তর্জাতিক, এশিয়া

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষতিপূরণ চেয়েছে অস্ট্রেলিয়ার জনগণ

Faruque

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই নভেম্বর ২০২১ ০২:০০:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছে ৩৭ মিলিয়ন ডলার চেয়ে আবেদন করেছে অস্ট্রেলিয়ার জনগণ। সরকারের টিকাকরণ কর্মসূচির ফলে ক্ষতিগ্রস্ত অন্তত ১০ হাজার মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন

টিকা গ্রহণের পর অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। ফলে চাকরি হারানো সহ আয় কমে যাওয়ার মতো অভিযোগ এনেছেন তারা। তাদের প্রত্যেককে সর্বনিম্ন ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে পরিশোধ করা হতে পারে। 
দেশটিতে এখন পর্যন্ত সাড়ে তিন কোটি ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এরমধ্যে প্রায় ৭৯ হাজার মানুষ ফুসফুসের প্রদাহ,জ্বর, মাথাব্যথাসহ বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগএনেছেন। দেশটিতে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন