আন্তর্জাতিক

টিকা না পেলে করোনায় বিশ্বে মারা যাবে ২০ লাখ : ডব্লিউএইচও

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৫:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় বিশ্বে মারা গেছে প্রায় ১০ লাখ মানুষ।

করোনার কার্যকরী ভ্যাকসিন পাওয়া না গেলে বিশ্বে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির জরুরি অবস্থার প্রধান ডা. মাইক রায়ান এ সতর্কবার্তা দিয়েছেন।

করোনা মোকাবিলায় সম্মেলিত আন্তর্জাতিক প্রচেষ্টা না হলে এ সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এরইমধ্যে করোনায় বিশ্বে মারা গেছে প্রায় ১০ লাখ মানুষ। বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে তিন কোটি ২৭ লাখ মানুষ। বিশ্বের অনেক জায়গায়ই করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই শনাক্তের সংখ্যা দেড় কোটির বেশি। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে শুরু হয়েছে বিধি নিষেধ।

আরও পড়ুন