জেলার সংবাদ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড, পুড়ে গেছে ৪টি স্কুলসহ ১৫টি ঘর 

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ১০:৪৯:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে শিশুদের ৪টি স্কুলসহ ১৫ টি ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। অগ্নিকান্ডের ক্যাম্পের ৪টি স্কুল ও ৮ টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুন ক্যাম্প সংলগ্ন স্থানীয় চাকমা পল্লীতেও ছড়িয়ে পড়লে সেখানকার ১ টি দোকান ও ২ টি বসত বাড়ি পুড়ে যায়। রোহিঙ্গা ক্যাম্পটির একটি লার্ণিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলেও অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আরও পড়ুন