খেলাধুলা, অন্যান্য খেলা

টোকিও অলিম্পিকের উদ্বোধন; আসর চলবে ৮ই আগস্ট পর্যন্ত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে জুলাই ২০২১ ১০:২২:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্দা উঠলো টোকিও অলিম্পিকের। করোনা ক্রাইসিসের মধ্যে, ১১হাজারের বেশি ক্রীড়াবিদকে নিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে কঠোর ব্যবস্থা নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি-আইওসি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অলিম্পিক লরেল পুরস্কার দেয়া হয় বাংলাদেশের নোবেল লরিয়েট ড. মুহম্মদ ইউনুসকে। টোকিও অলিম্পিকের পর্দা নামবে ৮ই আগস্ট।

কোভিড মহামারির কারণে  জৈব সুরক্ষা বলয়ের কঠোর বিধিনিষেধে দর্শকশূণ্য স্টেডিয়াম। তারপরও আয়োজনে কমতি রাখেনি টোকিও। হোস্ট সিটির উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে ছিল সে দেশের সংস্কৃতি আর সভ্যতা তুলে ধরার নানা আয়োজন। টোকিও অলিম্পিক স্টেডিয়ামের দর্শক হয়েছেন জাপানের রাজা নারুহিতোসহ মাত্র ১ হাজার ডেলিগেটস। শতদেশের প্রায় হাজার অ্যাথলেট তাদের পতাকা নিয়ে  প্যারেড করেন একের পর এক।

সবার মুখেই মাস্ক, মানা হয়েছে নির্দিষ্ট দূরত্ব। সবশেষে উদ্বোধন ঘোষণা হয় টোকিও অলিম্পিকের। এবারের অলিম্পিকে ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩শ ৩৯টি ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়াই শুরু ১১ হাজার ৩২৪ অ্যাথলেটের। বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ রয়েছেন এবারের অলিম্পিকে।

আরও পড়ুন