খেলাধুলা, অন্যান্য খেলা

টোকিও অলিম্পিক: স্পোর্টস ভিলেজের কাজ শেষের দিকে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ০৫:০০:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জোড়ে সোরে চলছে টোকিও অলিম্পিকের প্রস্তুতি। ক্রীড়াঙ্গনের এই মহাযজ্ঞের জন্য তৈরি করা হয়েছে বিশাল আকারের স্পোর্টস ভিলেজ।

এই স্পোর্টস ভিলেজেই থাকবেন অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া হাজারো অ্যাথলেট।

বিভিন্ন দেশের খেলোয়াড়দের থাকার জন্য তৈরি করা হয়েছে প্রায় ১৮ হাজার বেড।  আর এসব বেড তৈরি করা হয়েছে পরিশোধী কার্ডবোর্ড আর পলিথিন জাতীয় দ্রব্য দিয়ে।

গেল ডিসেম্বরে এই স্পোর্টস ভিলেজের কন্সট্রাকশনের কাজ শেষ হয়। এখন চলছে ফার্নিশিংয়ের কাজ।

এ বছরের ২৪ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হবে অলিম্পিক গেমস। বাংলাদেশ থেকেও অংশ নেবে আর্চার রোমান সানাসহ অনেক অ্যাথলেট।

 

আরও পড়ুন