জেলার সংবাদ

ট্রাকচাপায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ৬ দফা দাবিতে সমাবেশ

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০৮:১৮:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাব্বির হোসেন নিহতের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এ সময় মহানগরীর ভেতর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, বুধবার রাতে বেপরোয়া ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হয়েছেন। পূর্বেও একইস্থানে এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু, কোনও হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। ক্ষতিপূরণ পায়নি হতাহতদের স্বজনেরা।

নিয়মিত এই সড়কে প্রাণহানির ঘটনা ঘটলেও বেপরোয়া গতিতে ট্রাক চলাচল বন্ধ হয়নি। স্থানীয়রা বিভিন্ন সময় আন্দোলন করলেও প্রশাসনের টনক নড়ছেনা। এ কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আন্দোলনকারীরা, সড়কে শাবিপ্রবির শিক্ষার্থী সাব্বির হোসেন 'হত্যাকাণ্ডে'র জন্য দায়ী চালক ও সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা, অবিলম্বে এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস চালু করা, নিহত শিক্ষার্থীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করাসহ বিভিন্ন দাবি জানান তারা।

দাবি না মানলে নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল রাতে নগরীর সুবিদবাজার পয়েন্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান শাবিপ্রবির রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র সাব্বির হোসেন।

আরও পড়ুন