নির্বাচন পরবর্তী সহিংসতা

ঠাকুরগাঁওয়ে ৭শ' জনের বিরুদ্ধে মামলা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৭শ' জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে পীরগঞ্জ থানায় এই মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার পর থেকে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে।

মামলার পর স্থানীয়দের অভিযোগ হয়রানির উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। তবে পুলিশ বলছে, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে।

এদিকে, রবিবার তৃতীয় ধাপের নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। মামলা আতঙ্কে পরিবারের প্রধান ব্যক্তিরা এলাকায় না থাকায় মরদেহ দাফন নিয়ে সংকটে পরেছেন তারা।

আরও পড়ুন