ভ্রমণ, জাতীয়, জেলার সংবাদ

ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের যাতায়াত সীমিত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ০৩:৩০:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগামী ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের যাতায়াত সীমিত করেছে বনবিভাগ।

গত ১০ই নভেম্বর, সকালে ঘুর্ণিঝড় বুলবুল অতিক্রম করে সুন্দরবন হয়ে উপকূলীয় এলাকা। আর, এই ঝড়ে বিগত দিনের ঘূর্ণিঝড়ের মত সুন্দরবনের ক্ষতির আশংকা করা হয়। এই আশংকা থেকে সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ করার সিদ্বান্ত নেয়া হলেও পরবর্তীতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বনবিভাগ।

তবে, বুলবুলের পরবর্তীতে সুন্দরবনের দর্শনার্থীরা উপলব্ধি করতে পারছে বনের ক্ষতির বিষয়টি। তারা বুলবুলের আঘাত হানার পূর্বের আশঙ্কায় দেখছেন সুন্দরবনকে।

প্রাকৃতিকভাবে গড়ে ওঠেছে এই বন। যার কারণে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা রয়েছে।

বন বিভাগের হিসাব অনুযায়ী ঘুর্ণিঝড় বুলবুলের কারনে ৪ হাজার ৯শ’ ৮৯ গাছের ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষতি নির্ধারিত হয়েছে ৬২ লক্ষ ৮৫ হাজার টাকা। অপরদিকে, বনরক্ষীদের থাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে ৫০ লক্ষ ৩৭ হাজার টাকার। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ১ কোটি ১৩ লক্ষ ২২ হাজার টাকা।

বুলবুলের প্রভাবে ক্ষতি প্রকৃতি সময় সাপেক্ষে জলদি পূরণ করবে। যার মাধ্যমে আবারও পূর্নতা মিলবে সুন্দরবনের বলে আশাবাদ সকলের।

আরও পড়ুন