বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য, ডেঙ্গু

ডেঙ্গু আপডেট: ১৮ই জুলাই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জুলাই ২০২০ ০৪:২৭:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপতালে ভর্তি হয়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর তথ্য বিস্লেষণ করে মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে জানায়।

অন্যদিকে ঢাকা বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থাকলেও গত ২৪ ঘন্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি দেশের অন্য কোন বিভাগে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৮ই জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৫ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৩৩ জন।

আরও পড়ুন