বাংলাদেশ, স্বাস্থ্য

ডেভিডসনের উপদেষ্টা সদস্য হলেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে এপ্রিল ২০২২ ০৭:৪৫:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেডিসিনের বাইবেলখ্যাত পাঠ্যপুস্তক ডেভিডসনস’ প্রিন্সিপ্যাল অ্যান্ড প্রাকটিস অব মেডিসিনের ২৪তম আন্তর্জাতিক সংস্করণের উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

পাঠ্যপুস্তকটির ২৪তম আন্তর্জাতিক সংস্করণের লক্ষ্যে এ উপদেষ্টা বোর্ড গঠিত হয়েছে। এ বছর অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহসহ মোট ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এ পরিষদ গঠন করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ জানান, ডেভিডসন একটি বিখ্যাত বই। একে এক সময় বাইবেল অব মেডিসিন বলা হতো। মেডিসিনের বাইবেলখ্যাত পাঠ্যপুস্তকটির এবারের বোর্ডে তাকে উপদেষ্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এটি অত্যন্ত সম্মানজনক পদ। এর উপদেষ্টা বোর্ডের সদস্য হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

বিশ্বের বিভিন্ন দেশে পাঠ্যসূচিভুক্ত মেডিসিনের এ বইটি প্রতি চার বছর পর পর নতুন আন্তর্জাতিক সংস্করণ প্রকাশিত হয়। শিগগিরই বইটির ২৪তম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। এতে উপদেষ্টা বোর্ডের সদস্য মনোনীত হলেন দেশের প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ।

এ উপদেষ্টা বোর্ডে আগে থেকেই দু'জন বাংলাদেশি মেডিসিন বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। তারা হলেন, অধ্যাপক ডা. কাজী টি ইসলাম ও অধ্যাপক ডা. এম আবুল ফয়েজ।

আরও পড়ুন