আন্তর্জাতিক, ইউরোপ

ডেল্টাকে করোনার 'বরিস জনসন ভ্যারিয়েন্ট' তকমা!

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই জুলাই ২০২১ ১২:৩১:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ডেল্টা ধরনকে 'বরিস জনসন ভ্যারিয়েন্ট' বলে ব্যঙ্গ করেছেন, যুক্তরাজ্যের বিরোধীদলের নেতা কেইর স্টারমার।  

বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিতিতে তার সমালোচনা করেন স্টারমার।

এদিকে, বুধবার সংবাদ সম্মেলনে ফ্রান্স সরকারের মুখপাত্র গার্বিয়াল জানিয়েছেন, দেশটিতে করোনা আক্রান্তদের ৪০ শতাংশের মধ্যে ভারতীয় ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। এবার গ্রীষ্মে এই ধরনের সংক্রমণের পরিস্থিতি অবনতি হতে পারে।

ফ্রান্সে সম্ভাব্য চতুর্থ ঢেউ মোকাবিলায় ১২ই জুলাই মন্ত্রিসভার বৈঠক হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন