আন্তর্জাতিক, ভারত

ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের শরীরে নতুন নতুন উপসর্গ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুন ২০২১ ০৪:৪৮:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ভারতীয় ধরন ডেল্টায় আক্রান্তদের শরীরে ঘা হওয়া, কানে কম শোনা এবং গ্যাস্ট্রিকের মতো উপসর্গ দেখা দেয়ায় বিষয়টি গুরুতর বলে ধারণা করছেন চিকিৎসকরা।

ডেল্টায় আক্রান্তদের ডায়রিয়া হওয়ার ঘটনাও বেড়েছে। এছাড়াও নতুন নতুন নানা উপসর্গ দেখা দিচ্ছে। এসব উপসর্গ করোনার প্রথম ঢেউয়ে দেখা যায়নি। এমনকি যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট এবং দক্ষিণ আফ্রিকার বেটা ভ্যারিয়েন্টে আক্রান্তদের এ ধরনের উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন ভারতের চিকিৎসকরা।  

যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডে প্রাথমিক তথ্যে দেখা গেছে, এই স্ট্রেইনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার বেশি। গেল ৬ মাসে বিশ্বে ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে ভারতীয় ধরন ডেল্টা।

আরও পড়ুন