আমেরিকা

ড্রোন হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিবে যুক্তরাষ্ট্র

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই অক্টোবর ২০২১ ১০:০০:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ড্রোন হামলায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিবে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়াও আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে আসা আফগানিদেরও সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

গেল আগস্টে আফগানিস্তান থেকে সর্বশেষ সেনা প্রত্যাহারের সময় ড্রোন হমলায় নিহত ১০ জনের পরিবারকে বিশেষ এই ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয় পেন্টাগন। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

পেস্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি বলেন, ২৯ আগস্টের ওই হামলায় নিহত হওয়া জেমারি আহমাদিসহ আরও যারা নিহত হন তারা সবাই নিদোর্ষ এবং তাদের সঙ্গে ইসলামিক স্টেস অব খোরাসান-আইএস-কে এর কোন সম্পর্ক ছিলনা। এমনকি তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকিও ছিলেন না।

এর আগে, আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেস অব খোরাসান-(আইএস-কে) এর আত্মঘাতী হামলার আশঙ্কায় তাদেরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়। ওই হামলার বেশ কিছুদিন পর দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র।

এর আগে, এমন হামলার মাধ্যমে মার্কিন বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে উল্লেখ করে হামলার দায় স্বীকার করে আফগান নাগরিকদের ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান দেশটির সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

আরও পড়ুন