রাজধানী

ঢাকার করোনা হাসপাতালগুলোতে বাড়ছে রোগী

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে জুলাই ২০২১ ১০:২৩:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতি মুহূর্তেই ঢাকার করোনা হাসপাতালগুলোতে ক্রমাগত রোগী আসছে।

কেউ ভর্তি হতে আসছেন, কেউ আসছেন পরীক্ষা করাতে আবার কেউ ডাক্তার দেখাতে। শয্যা খালি থাকার বিষয়টি হাসপাতাল ভেদে ভিন্ন।

কোথাও ধারণ ক্ষমতার বাইরে সাধারণ শয্যায় রোগী ভর্তি করা হচ্ছে, তাও হাসপাতালে পরিচিত কেউ থাকলে তবেই সেটা সম্ভব হচ্ছে। আইসিইউ ও এইচডিইউ এর ক্ষেত্রে তাও সম্ভব হচ্ছে না। কোথাও সাধারণ শয্যা পর্যাপ্ত থাকলেও আইসিইউ-এইচডিইউ পরিপূর্ণ।  

এদিকে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসক-নার্সদের যথাযথ মনোযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন স্বজনরা। এমনকি চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার পরও ব্যবস্থাপনাগত কারণে মরদেহ হস্তান্তরে দেরি হওয়ায় স্বজনরা অসন্তোষ প্রকাশ করেছেন।  

রবিবার স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুসারে, ঢাকায় জেলা ওয়ারী হিসাবে এখনও প্রায় ২ হাজার শয্যা খালি আছে।

আরও পড়ুন