বাংলাদেশ, রাজধানী

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ০৭:৫৪:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের কারণে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাসপাইপ লাইন প্রতিস্থাপন করায় কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

আরও পড়ুন