জেলার সংবাদ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে জুলাই ২০২০ ১০:৫৪:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। ফলে ঈদে ঘরমুখো মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এদিকে, কোন যানবাহনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, খোলা পিকআপ ও মোটরসাইকেলে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে যানবাহনের চাপ। তাই কিছু কিছু জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে ও থেমে থেমে যানবাহন চলছে। যানজটমুক্ত রাখতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন