বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

ঢাবিতে সীমিত পরিসরে পতাকা উত্তোলন দিবস পালিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ১১:২৩:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হলো ‘পতাকা উত্তোলন দিবস’।

সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজের উদ্যোগে কলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।  সে সময় ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুন