ঢাবি 'ঘ' ইউনিটের ফল

৯০ শতাংশের বেশি পরীক্ষার্থী ফেল

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৩:১৮:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
 
এবার পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউটিনের পরীক্ষায় ৮১ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে ১০৫ দশমিক ৫ নম্বর পেয়ে মানবিক বিভাগে প্রথম হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার রাফিদ হাসান সাফওয়ান।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ২৯শে নভেম্বর বিকাল ৩টা থেকে ৬ই ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

আরও পড়ুন