রাজনীতি, রাজধানী

ঢাবি উপাচার্যের কাছে ধানের শীষে ভোট চাইলেন ইশরাক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০২:৩৫:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) সকালে দিনের প্রথম পর্যায়ের নির্বাচনি প্রচারণায় বের হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সকালে বের হয়েই প্রচারণা শুরু করেন হাইকোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রচারণার এক পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ইশরাক হোসেন, ধানের শীষে ভোট চাওয়ার পাশপাশি আসন্ন সিটি নির্বাচনে উপাচার্যের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক বলেন, 'যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমার বাবা-মা এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি এখানে এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে। আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে সিটি কর্পোরেশনের সকল সমাধানের চেষ্টা করব। এছাড়া মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই।'

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, 'আশা করছি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। এখানে আসার জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।' 

 

আরও পড়ুন