ভারত, সংস্কৃতি

তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৯:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল।

মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকে ভাসছেন তারকারা এবং তার ভক্তরা। ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে মারা যান তাপস পাল। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় কলকাতার গলফ ক্লাব রোডের বাসভবনে। বুধবার সকাল থেকেই শেষ শ্রদ্ধা জানাতে আসেন তাপস পালের ভক্তরা।

গলফ ক্লাব রোডের বাড়ি থেকে ১১টা নাগাদ তাপস পালের মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ছিলেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও। এছাড়া, রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন টালিগঞ্জের তারকারা। প্রয়াত তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন অসংখ্য ভক্ত ও অনুরাগী।

বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে অভিনেতা তাপস পালের। এ দিন কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।

মঙ্গলবার ভোররাত (১৮ই ফেব্রুয়ারি) ৩টা ৩৫ মিনিটে মুম্ববাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা তাপস পাল৷ গেল মাসের ২৮ তারিখ মুম্বাই যান তাপস৷ সেখান থেকে ১লা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল৷ সে দিনই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করায় তাপস পালকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন