আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

তালেবানের আফগানিস্তানে সংগঠিত হচ্ছে আল কায়েদা: সিআইএ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ০৮:৪১:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সংগঠিত হচ্ছে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। বুধবার জাতীয় নিরাপত্তা সম্মেলনে একথা জানান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র উপ-পরিচালক ডেভিড কোহেন।

তিনি বলেন, আল কায়েদার সদস্যরা অনুকূল পরিবেশ পেয়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে তাদের এক থেকে দুই বছর সময় লাগতে পারে। দেশটিতে মার্কিন দূতাবাস ও সিআইএ'র দপ্তরগুলো বন্ধ হওয়ায় ভিন্ন উপায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে  প্রতিবেশি দেশগুলো থেকে আল কায়েদার সদস্যদের গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে।

এদিকে, বুধবার এক সাক্ষাতকারে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদার জানান, তিনি সুস্থ আছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, গেল সপ্তাহে সরকার গঠন নিয়ে তালেবানের হাক্কানি নেটওয়ার্ক শাখার সঙ্গে বারাদারের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।  

আরও পড়ুন