আন্তর্জাতিক, এশিয়া, আরব

তুরস্কের হামলায় ৯ সিরিয়ার সেনা নিহত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৭:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত নয়জন সিরিয় সেনা নিহত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গতকাল সোমবার তুর্কি সেনাদের গোলাবর্ষণে সারাকেব শহরে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়, বাকি তিনজন মারা গেছে নাইরাব শহরের কাছে। সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী নাইরাব শহর পুনর্দখল করেছে। এ শহর পুনর্দখলের পর সেখান থেকে সারমিন শহরে সিরিয় সেনাদের অবস্থানে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করে।

সারাকেব হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ এম-ফোর এবং এম-ফাইভ মহাসড়কের সংযোগকারী শহর। সারাকেব শহরটি গত ৮ ফেব্রুয়ারি থেকে সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, গতকাল সামরিক অভিযানের সময় দু পক্ষে একশর বেশি যোদ্ধা নিহত হয়েছে। এরমধ্যে সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর ৪১ জন এবং ৫৩ জন সন্ত্রাসী রয়েছে। তবে ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী আরো বেশ কিছু নতুন এলাকা সন্ত্রাসী মুক্ত করেছে।

আরও পড়ুন