রাজনীতি, জেলার সংবাদ

তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এ. এস. এম রেজওয়ানুছ সাদাত

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ১২:০৭:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। তিনিসহ আরো দু'জন নারী এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী পিংকি খাতুন পেয়েছেন ভোট পেয়েছেন ১২ হাজার ৮শ' ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১শ ৩৯ ভোট।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিংকি খাতুন জানান, 'তিনি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়রে লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এখন তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। সমাজে যে বৈষম্য রয়েছে তা দূর করতে কাজ করবেন।' নির্বাচনি প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলেও জানান পিংকি খাতুন।

তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫ম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পিংকী খাতুন।

আরও পড়ুন