আন্তর্জাতিক, ভ্রমণ

দর্শনাথীদের জন্য খুলল তাজমহল

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৪:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছয়মাস বন্ধ থাকার পর খুলেছে আগ্রার তাজমহল। সকাল থেকে দর্শনাথীদের জন্য খুলে দেয়া হয় এই ঐতিহাসিক স্থাপনার দুয়ার। এছাড়া খুলেছে আগ্রা ফোর্টও।

তবে, স্বাস্থ্যবিধি মেনেই আসতে হবে দর্শনাথীদের। তাজমহলে প্রবেশের আগে পর্যটকদের তাপমাত্রা পরীক্ষা করা হবে।  থাকতে হবে মাস্ক।  হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।  

প্রতিদিন দুই শিফটে মোট পাঁচ হাজার পর্যটককে তাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হবে।  ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে হবে পর্যটকদের।  করোনার প্রাদুর্ভাবের কারণে ১৭ই মার্চ বন্ধ করে দেয়া হয় বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনাটি।  

আরও পড়ুন