আন্তর্জাতিক, ভারত

দলবদল করা নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা শুভেন্দু'র

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০১:৫১:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নিজেদের দলে সব কিছু ঠিকঠাক আছে বলা হলেও আবারো বিধানসভা সদস্যদের দলবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এবার কঠোর ব্যবস্থা হিসেবে নির্বাচনের পর পরই দলবদল করা নেতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেয়া সংক্রান্ত খবরগুলো চাপা দিতে সোমবার শুভেন্দুর নেতৃত্বে রাজ্যটির গভর্নরের সঙ্গে দেখা করতে যান বিজেপির বিধানসভা সদস্যরা।

তবে বিজেপির ৭৪ বিধায়কের মধ্যে ২৪ জনই যাননি সেখানে। এরপরই আরো জোরালো হয়েছে বিজেপি নেতাদের দলবদলের শঙ্কা। আর প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে শুভেন্দুর বিজেপির নেতৃত্বে থাকার বিষয় নিয়েও।

এর আগে, ডিসেম্বরে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে জয় দিয়ে তার সামর্থ্য প্রমাণ করেছিলেন। মুকুল রায়ের পর রাজীব বন্দোপাধ্যায়, দিপেন্দু বিশ্বাসের মতো বিজেপির অন্তত ৩০ নেতা যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছে তৃণমূল।

 

আরও পড়ুন