আন্তর্জাতিক

দাবানলের কারণে লাখো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে ডিসেম্বর ২০১৯ ০৬:৪৭:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের লাখো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রবিবার, এই নির্দেশ দেয় জরুরি বিভাগের প্রধান। অঙ্গরাজ্যের ইস্ট গিপসল্যান্ডের ব্রুথেন, বুচান ও বোনাঙ্গ এলাকাগুলোতে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকালের মধ্যে এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ও ঝড়ো বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে, অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক দাবানল সক্রিয় রয়েছে। নিউ সাউথ ওয়েলসের সিডনির কাছে সবচেয়ে বড় দাবানল সক্রিয় রয়েছে।

আরও পড়ুন