আন্তর্জাতিক

দাবানলে দুই হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২০ ০২:৫৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল থামছেই না। এ পর্যন্ত, দাবানলে দুই হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের কর্মকর্তারা জানায়, আগুনে দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক। ভিক্টোরিয়া রাজ্যে প্রায় দুশো' বাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্যানবেরা, সিডনি ও মেলবোর্নসহ বেশ কয়েকটি শহরে ধোঁয়ার কারণে শ্বাসজনিত সমস্যা বাড়তে পারে সতর্ক করেছে চিকিৎসকরা।

সোমবার, মেলবোর্নের বেশিরভাগ জায়গায় দৃষ্টিসীমা এক কিলোমিটারেরও কম ছিলো বলে সতর্ক করে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের তাপমাত্রা কিছুটা কমলেও, শুক্রবার অস্ট্রেলিয়ার তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন