আন্তর্জাতিক, ভ্রমণ

দাবানল: নিউ সাউথ ওয়েলস ভ্রমণে সতর্কতা জারি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২১শে ডিসেম্বর ২০১৯ ০৮:৩৬:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ভয়াবহ দাবানলের কারণে ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

প্রতি বছর বড়দিন উপলক্ষ্যে সিডনিতে লাখো পর্যটক হাজির হন। তবে, এ মুহূর্তে সিডনির খুব কাছেই তিনটি দাবানল জ্বলছে, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে, পর্যটকদের এখন নিউ সাউথ ওয়েলসে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে শতাধিক দাবানল নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশ হাজার কর্মী।

সম্প্রতি, তাপমাত্রা বেড়ে যাওয়ায় ও তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। নিউ সাউথ ওয়েলস ছাড়াও ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া রাজ্যেও দাবানল ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে সাত শতাধিক ঘরবাড়ি।

আরও পড়ুন