খেলাধুলা, অন্যান্য খেলা

ইনজুরি থেকে ফিরে দারুণ জয় নাদালের

সামান্তা সাইদ খান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই মে ২০২২ ০৩:৪৭:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছয় সপ্তাহ চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন। বিরতি কাটিয়ে ফিরেই স্বরূপে দেখা দিলেন রাফায়েল নাদাল। বুধবার সার্বিয়ার মিয়মির কেচমাকোভিচের বিপক্ষে ৬-১, ৭-৬ (৭/৪) ব্যবধানের জয় দিয়ে মাদ্রিদ ওপেন শুরু করেছেন এই স্প্যানিয়ার্ড।

গত মার্চে ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে হারের পর পাঁজরের চোটে ছিটকে পড়েছিলেন নাদাল। ফেরার ম্যাচে দুর্দান্ত জয়ে তাই ভীষণ খুশি তিনি। জয়ের পর ৩৫ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি বলেন, ‘আজ আমি এক ঘণ্টা ৩৫ মিনিট খেলেছি এমন একজন প্রতিপক্ষের বিপক্ষে, যে কিনা গত কয়েক মাস ধরে দুর্দান্ত খেলে আসছে। তাই এটা দারুণ এক জয়, এর গুরুত্ব অনেক।’

নাদাল যোগ করেন, ‘এটা আমাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আমার লক্ষ্য হলো আগের মতো শারীরিক অবস্থা এবং ফিটনেসে ফিরে যাওয়া। আমি এই ব্যাপারে খুবই রোমাঞ্চিত।’

২২ বছর বয়সী কেচমাকোভিচ এই ম্যাচে এসেছিলেন চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি জয়ের রেকর্ড নিয়ে। প্রথম সেটে নাদালের কাছে হারের পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেনও তিনি। কিন্তু, অভিজ্ঞতার কাছেই হার মানতে হয় এই তরুণকে।

আরও পড়ুন