আমেরিকা

দায়িত্ব নেয়ার ১০০ দিন পর্যন্ত মার্কিনিদের মাস্ক পরতে বলবেন বাইডেন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ০৯:২৩:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণ ঠেকাতে দায়িত্ব নেয়ার পর প্রথম একশ দিন মার্কিনিদের মাস্ক পরতে বলবেন বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি প্রত্যেক মার্কিনি মাস্ক পরে চলতো, তাহলে করোনা শনাক্তের সংখ্যা অনেকটাই কম হতো। দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি জনসাধারণকে সারা জীবনের জন্য নয়, মাত্র একশ দিন মাস্ক পরতে বলবেন বলে জানান। এরকম করা সম্ভব হলে করোনা শনাক্ত ব্যাপক হারে কমে যাবে বলেও মনে করেন বাইডেন। মার্কিন সরকারের ভবনগুলোতেও মাস্ক পরে থাকার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে ২০ জানুয়ারি শপথ নেয়ার পর তার প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবে কাজ করতে বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে দুই লাখ ৮২ হাজারের বেশি আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ।

আরও পড়ুন