আন্তর্জাতিক, ভারত, এশিয়া

দিল্লিতে সিএএবিরোধী ও সমর্থকদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৭

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৬:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের দিল্লিতে সিএএ-বিরোধী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জন।  সংঘর্ষে আহত হয়েছে শিশুসহ ২ শতাধিক।

আহতদের মধ্যে অন্তত ৭০ জনই গুলিবিদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভজনপুর, মউজপুর ও কারাওয়াল নগর এলাকায় দোকান ভাঙচুর ও আগুন দেয়া হয়। কারফিউ ভেঙে উত্তর-পূর্বের মুস্তফাবাদ ও গোকুলপুরী এলাকায় ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।  এ সময় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

সকালে দিল্লির চাঁদবাগ এলাকার ড্রেন থেকে গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় জনরোষের শিকার হন তিনি।  সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দিল্লি পুলিশকে তিরস্কার করেছে ভারতের হাইকোর্ট।  

আরও পড়ুন