আন্তর্জাতিক, ভারত

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির উন্নতি

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ১২:৫৫:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।   

দুইদিন বন্ধ থাকার পর এরই মধ্যে শহরের সবগুলো স্কুল খুলে দেয়া হয়েছে। গণমাধ্যমগুলো জানাচ্ছে, দিল্লিতে 'এয়ার কোয়ালিটি ইনডেক্সে' দূষণের গড় মাত্রা নেমে এসেছে ২০০তে।  ভারতের রাজধানীতে যেটি সর্বোচ্চ দেখা গিয়েছিল ৭০০।

শীতের তীব্র বাতাস ধোঁয়াশা উড়িয়ে নিচ্ছে। যে কারণে দূষণের মাত্রা কমছে। শুধু দিল্লিই নয়, আশপাশের নয়ডা, গাজীয়াবাদের মত শহুরগুলোতেও দূষণের মাত্রা কমেছে।

ভারতের রাজধানীর বায়ু দূষণে সব থেকে বেশি দায়ী প্রতিবেশী রাজ্যগুলোর খড় জ্বালানো৷ তবে, শীর্ষ আদালতের রায়ের পরও সেই পরিস্থিতির উন্নতি হয়নি৷

আরও পড়ুন