বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি, রাজধানী

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অগ্রগতি, অবস্থান ১৪তম

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০১:০১:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে।  দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৪তম।  আগের বছর ছিল ১৩তম।  এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে।  

সকালে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি'র কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দেশের অবস্থান কিছুটা পরিবর্তিত হলেও, স্কোর ২৬ যা অপরিবর্তিত। সূচকে সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলেও জানান তিনি।

বাংলাদেশে দুর্নীতির ধারণা সূচকের এই অবনতির জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দুর্নীতি, জবাবদিহীতার অভাব, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম, আইনের শাসনের অনুপস্থিতি ও দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে বলে মন্তব্য করেন তিনি। দুদকের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত না হলে, দুর্নীতিবিরোধী কার্যক্রমে স্বচ্ছতা আসবে না বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

আরও পড়ুন