আন্তর্জাতিক, আরব

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার আবারও শুরু

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার আবার শুরু হয়েছে।

মঙ্গলবার এই বিচার শুরু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেরুজালেমের আদালতে হাজির হওয়ার সময় তার সাথে ছিল না আগের মতো বিশাল নিরাপত্তা বহর। বর্তমানে দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা তিনি। গত জুনে প্রতিপক্ষরা এক হয়ে জোট সরকার গঠন করলে তার দীর্ঘ শাসনামলের অবসান হয়।
ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের পৃথক তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকার সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। তবে বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন তিনি। 

আরও পড়ুন