রাজনীতি

দুর্যোগে প্রতিহিংসা পরিহার করে সরকারের প্রতি ঐক্যের ডাক বিএনপির

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা এপ্রিল ২০২০ ১২:০৩:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেরিতে হলেও অবশেষে করোনা মোকাবিলায় মাঠে নামতে রাজি হলো বিএনপি। করোনাদুর্যোগ মোকাবিলায় সরকারের যে কোনো গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে শামিল হতে তৈরি আছে বিএনপি।

শনিবার (৪ঠা এপ্রিল) সকালে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে করোনাভাইরাস মোকাবেলায় বেশ কিছু সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, 'করোনাভাইরাসের এই দুর্যোগে প্রতিহিংসা পরিহার করে পরিস্থিতি মোকাবেলায় যে কোন গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে শামিল হতে প্রস্তুত বিএনপি। জাতীয় এ দুর্যোগময় পরিস্থিতিতে দম্ভ, অহঙ্কার ও প্রতিহিংসা পরিহার করে সরকারকেই এই ঐক্যমত প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এ মূহুর্তে জনহিতৈষী বিত্তবানদের প্রতি উদার্ত আহ্বান হলো গৃহবন্দি, কর্মহীন ও দুস্থ জনগণদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসুন।'

তিনি আরও জানান, 'রাজনৈতিক মতভেদ ভুলে এই দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগে শামিল হবে বিএনপি। তবে এই ঐক্যমত প্রতিষ্ঠায় সরকারকেই এগিয়ে আসতে হবে।'

বৈশ্বিক এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারের দৃশ্যমান কর্মসূচি নেই উল্লেখ করে তিনি জিডিপির তিন ভাগ অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার সুপারিশ করেন তিনি। সবাইকে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন যথাযথভাবে মেনে চলার আহ্বানও জানান মির্জা ফখরুল।

আরও পড়ুন