জেলার সংবাদ, কৃষি

দেশের প্রথম দেশিয় মাছের লাইভ জীন ব্যাংকের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৫ই সেপ্টেম্বর ২০২০ ০২:৪৮:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রথম দেশের একমাত্র দেশিয় মাছের লাইভ জীন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটি পুকুরে শতাধিক প্রজাতির দেশিয় মাছের লাইভ জীন ব্যাংকটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এছাড়াও মন্ত্রী দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙ্গাস মাছের জার্মপ্লাজম মৎস্য অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন।

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ''মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে বর্তমান সরকার মৎস্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। দেশের মৎস্য সম্পদের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলছে।''

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীসহ অতিথিবৃন্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিটের বিভিন্ন সাফল্য ঘুরে দেখেন।

আরও পড়ুন