বাংলাদেশ, জাতীয়, ক্রিকেট

দেশের মানুষকে রক্ষায় এগিয়ে এলেন সাকিব

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২০ ০৫:২২:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষা করতে আবারো এগিয়ে এলেন সাকিব আল হাসান।

এবার করোনাভাইরাস শনাক্তে ২০ লাখ টাকার টেস্টিং কিট সরবরাহ করবে তার প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা সাকিব নিজের ফেসবুক পেজে জানিয়েছেন এ কাজে তাদের সহায়তা করছে কনফিডেন্স গ্রুপ। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডারের দাতব্য প্রতিষ্ঠানটি ‘মিশন সেভ বাংলাদেশ’র সঙ্গে জনহিতকর কাজ শুরু করেছিল।  

সাকিব জানান এই তহবিলের প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনা শনাক্তকরণ কিটের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করা হয়েছে।

পোস্টে তিনি লেখেন-

"আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে।

আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।"

আরও পড়ুন