জাতীয়

দেশে জনসনের করোনা টিকার জরুরি অনুমোদন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০৬:১২:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জরুরি প্রয়োজনে জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলজিয়ামের জ্যানসেন সিলাগ ইন্টারন্যাশনাল এনভি'র তৈরি করোনার জ্যানসেন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর। এ প্রেক্ষিতে ১৮ বছরের বেশি বয়সীদের জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয়। জ্যানসেনের মালিকানা জনসন অ্যান্ড জনসনের।  

এর আগে, দেশে পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। সেগুলো হল- ফাইজার-বায়োএনটেকের টিকা,  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি, চীনের সিনোফার্মের তৈরি বিবিআইবিপি-সিওআরভি, এবং চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি ‘করোনা ভ্যাক’।

আরও পড়ুন