জাতীয়, আইন ও কানুন

দেশে প্রতি ১ লাখ মানুষের জন্য বিচারক ১ জন: সংসদে আইনমন্ত্রী  

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫২:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য একজন বিচারক রয়েছেন বলে সংসদে তথ্য দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

চুন্নুর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে বিচারাধীন মামলা নিষ্পত্তিতে বিচারকের সংখ্যা খুবই কম। তিনি আরও জানান, প্রতি এক লাখ মানুষের জন্য দেশে মাত্র ১ জন বিচারক রয়েছেন। যেখানে ভারতে ৫০ হাজার জনে একজন, ইংল্যান্ডে ২০ হাজার জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার জনে একজন বিচারক রয়েছেন।

এছাড়াও আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশের আদালতে ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন