জাতীয়, অর্থনীতি

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৮:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম।

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। আজ থেকে কার্যকর হয়েছে নতুন দাম।  

ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।  

বাংলাদেশ জুয়েলার্স সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতা ও বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায়, দেশের বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট ৫৪ হাজার ১৭৯ টাকা এবং সনাতন স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৪১ হাজার ৪০৬ টাকায়।  

এর আগে, ২০১৬ সালে দেশে স্বর্ণের দাম প্রতি ভরি সর্বোচ্চ ৬০ হাজার ৬৫৩ টাকা হয়েছিল।

আরও পড়ুন