জাতীয়, আইন ও কানুন

ধর্ষণের আসামির সঙ্গে ভিকটিমের বিয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে অক্টোবর ২০২০ ০৮:৩৪:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আসামির সঙ্গে ভিকটিমকে কারাফটকে বিয়ে দেয়ার ব্যবস্থা করতে রাজশাহী জেল সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দিলীপ খালকো নামে ওই আসামির জামিন আবেদনের শুনানিতে উভয়পক্ষের সম্মতিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এই আদেশ দেন।

সেই সাথে এই বিয়ের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সীতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার খালাতো বোন ওই ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্কের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ভিকটিমের বয়স ছিল ১৪ বছর। এক পর্যায়ে ভিকটিমকে বিয়ে করতে না চাইলে গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়।

২০১২ সালের ২৯শে জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচার শেষে ওই বছরের ১২ই জুন দেয়া রায়ে দিলীপ খালকোর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়। সে থেকে দিলীপ কারাবন্দী। বৃহস্পতিবার তার জামিন আবেদনের শুনানিতে বিয়ের এই আদেশ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন