জেলার সংবাদ, কৃষি

ধান ও সবজির পাশাপাশি ঘাসের আবাদ বাড়ছে দিনাজপুরে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে ডিসেম্বর ২০২১ ১১:২৬:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাভজনক হওয়ায় দিনাজপুরের বিরামপুরে ধান ও সবজি জাতীয় ফসলের পাশাপাশি বাড়ছে ঘাসের আবাদ।

নেপিয়া, পারা, জার্মান জাতের ঘাষের আবাদ করছেন কৃষক। কম খরচে বেশি লাভ হওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবক নিজের জমি আবাদের পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে ঘাসের আবাদ করছেন। ভালো লাভ হওয়ায় বিরামপুরের অনেকেই উৎসাহিত হচ্ছেন ঘাস চাষে।

গো-খাদ্য হিসেবে নেপিয়া, পারা, জার্মান ঘাসের বেশ চাহিদা। দিনাজপুরের বিরামপুরে অনেকে এই ঘাস আবাদ করে খরচ বাদ দিয়ে বছরে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন। ঘাস আবাদ করে তারা বিক্রিই শুধু করছেন না, অনেকে গরুর খামারও করছেন এবং এসব ঘাস খাইয়ে গরু মোটা তাজা করছেন।

অল্প খরচে বেশি লাভ হওয়ায় বিরামপুরের অনেক শিক্ষিত বেকার যুবক নিজের জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে এসব ঘাসের আবাদ করছেন।

আরও পড়ুন