রাজধানী, সংস্কৃতি

নগরে ওয়ানগালা উৎসব

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ০১:৪৬:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শস্য দেবতাকে ধন্যবাদ জানাতে নগরে ওয়ানগালা উৎসবের আয়োজন।

নতুন ফসল ঘরে উঠবে, তাই শস্য দেবতাকে ধন্যবাদ জানানোর জন্য উৎসবের আয়োজন করা হয়। গারো সম্প্রদায়ের এ উৎসবের নাম ওয়ানগালা। রাজধানীতেও লেগেছিলো সেই উৎসবের ছোঁয়া। গারো জনগোষ্ঠী নৃত্য-গীতে মাতিয়ে তুললেন অগ্রহায়ণের সকাল।

গারো জনগোষ্ঠীর উৎসবের এই রং আর আনন্দের ঢেউ তুরলো নগরে। রাজধানীর লালমাটিয়া হাউজিং স্কুল আ্যন্ড কলেজ প্রাঙ্গণ মেতে উঠলো নৃত্য-গীতে। গানে গানে শস্ যদেবতার প্রতি কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে চলে উৎসব।

নতুন প্রজন্মের কাছে গারো সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। শত বছরের পুরোনো এই আনুষ্ঠানিকতা ছিলো নানা বৈচিত্র্যে ভরপুর। মূল আয়োজনের পাশাপাশি দিনব্যাপী ছিলো মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।

আরও পড়ুন