খেলাধুলা

নতুন করে শুরু হল টোকিও অলিম্পিকের কাউন্টডাউন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় কাউন্ট-ডাউন ঘড়ি রিসেট করেছে আয়োজক কমিটি।

টোকিও অলিম্পিক এর কাউন্ট-ডাউন ঘড়ি রিসেট করেছে লোকাল ওরগানাইজিং কমিটি। মঙ্গলবার আইকোনিক টোকিও স্টেশনের সামনে নতুন করে চালু করা হয় এ ঘড়ি।

এর আগে, ৯৯৯ দিন আগে প্রথম চালু করা হয়েছিল এই ঘড়ি। সোমবার আসরের নতুন তারিখ ঘোষণা করেন আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মরি।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ২০২১ সালের ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্রীড়াযজ্ঞ। করোনাভাইরাসে মহামারির কারণে গেল সপ্তাহে অলিম্পিক স্থগিতের ঘোষণা দেয়া হয়। চলতি বছর ২১শে জুন থেকে উদ্বোধন হওয়ার কথা ছিল ১২ মিলিয়ন ডলারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'র।

আরও পড়ুন