জাতীয়, ডেঙ্গু

নতুন ডেঙ্গু রোগী ২৪২ জন, ১৮৫ জনই ঢাকার

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে সেপ্টেম্বর ২০২১ ০৬:২৩:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল ২৪ ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮৫ জন। আর বাকি ৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি। রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৪৩ জন। এরমধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮১৪ জন। আর সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২২৯ জন।

গত ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ২৫৩ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন