আন্তর্জাতিক, ভারত, এশিয়া

নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন হবেই: মোদি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ১০:০৯:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যত চাপই দেয়া হোক না কেন, সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করা হবেই। রবিবার ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে এক সমাবেশে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, শত চাপের মুখেও শুধু ভারতের স্বার্থের কথা চিন্তা করেই জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা হয়েছে। তাই যত চাপই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্তে অটল থাকবেন বলে জানান মোদি।কোনওভাবেই সিএএ আইন বাতিল করবে না সরকার।

এদিকে, দিল্লির শাহীনবাগের বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে দেখা করতে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলেও, পুলিশি বাধার মুখে তাদের ফিরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন