রাজনীতি

'নাজুক চিকিৎসা ব্যবস্থায় মানুষ অসহায় হয়ে পড়েছে'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে এপ্রিল ২০২১ ০৫:৪৭:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নাজুক চিকিৎসা ব্যবস্থার কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে একথা জানান তিনি। বিবৃতিতে অভিযোগ করে জি এম কাদের জানান, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোন প্রস্তুতি না থাকাই সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা। দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশিরভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু বেশিরভাগ জেলাতেই আইসিইউ না থাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছে না রোগীরা।

তিনি আরো বলেন, আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্যান্য রোগে আক্রান্তরা চিকিৎসা পাচ্ছে না।

জিএম কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী, ততটাই অনাগ্রহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।

আরও পড়ুন