বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে ছেলের প্রতি অভিমানে বৃদ্ধা মায়ের আত্মহত্যা

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে নভেম্বর ২০২০ ০৬:৫৩:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বড়াইগ্রামে একমাত্র ছেলের প্রতি অভিমানে সোহাগী রাণী (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী বাগডোব গ্রামের কার্তিক চন্দ্রের স্ত্রী।

স্বজনেরা তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে একমাত্র ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে সোহাগী রাণীর বাক-বিতন্ডা চলে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে এসব বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তার ছেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়। একমাত্র ছেলের এ আচরণে সোহাগী রাণী সবার অজান্তে নিজের শোবার ঘরে তীরের সাথে শাড়ি বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন